সুন্দর চাঁদ
সুন্দর চাঁদ
হাকিকুর রহমান
ওহে সুন্দর চাঁদ
জেগে আছো তব
কলঙ্ক আর জোসনায়,
জাগালে জোয়ার
ভেঙ্গে দিলে ধার
সাগরের মোহনায়।।
হেরিয়া তোমার পূর্ণ তিথি
হরষিত প্রাণে জাগে প্রকৃতি।
আলোকেতে ভরাও ধরাতল
ভরা জল করে ছলোছল
উছলিত যমুনায়।।
পলকে চাহিয়া রহিলাম কুলে
পুলকিত লয়, রাগিনী ভুলে।
প্রত্যয় জাগে বাঁচিবার তরে
অভিলাষ লাগে প্রতিটি প্রহরে
মায়াবিনী বসুধায়।।
Subscribe
Login
0 Comments
Oldest