সৃষ্টিকর্তাকে !
তুমি দিয়েছিলে গান ফুল আর প্রেম,
তুমি বলেছিলে বাসতেই হবে ভালো
তুমি দিয়েছিলে সৃষ্টি সুখের উল্লাস
তুমি বলেছিলে চোখ ভরে দেবে আলোয় !
তুমি দিয়েছিলে মাটি, প্রেম আর কথা,
পেলব কবিতা, মানুষের মগ্নতা
তুমি দিয়েছিলে আকাশ চোঁয়ানো স্বপ্ন
তুমি দিয়েছিলে নিদারুণ বাতুলতা,
তুমি দিয়েছিলে একটি পৃথিবী হাতে
সোহাগে জড়ানো অসম্ভাবিনী নারী
তুমি দিয়েছিলে স্বর্গের সিঁড়ি গড়ে
ভেবেছিলে আমি কভু সেথা যেতে পারি !
শুধু দেখোনি তো ছয়টা হায়েনা, পশু
রক্ত পাগল, লুকিয়ে পুষেছি বনে
পারিজাত বন ছিঁড়েখুঁড়ে খাবে তারা
সর্বনাশটা ভাবনি কখনো মনে !
Subscribe
Login
3 Comments
Oldest