সৃষ্টির উদ্যমে
আশাহীন এই অতৃপ্ত পোড়া চোখে,
নেমে আসুক শ্রাবণের অঝোর ধারা!
তপ্ত হৃদয়ে ভেসে উঠুক শরতের পদ্মার ঢেউ!
ভেঙে যাক ভাগ্যহত জীবনের
হতাশার তীর!
অশান্ত ঢেউয়ের তালে সব কিছু ভেসে যাক!
জীবনের যত দুঃখ কষ্টের জমানো তিমির মেঘ-
ফিকে হয়ে যাক দীর্ঘ রাতের অমোঘ অন্ধকার!
উদিত হোক সোনালি ঊষা’র ভাস্বর জ্যোতি,!
নব সৃষ্টির উদ্যমে মেতে উঠুক
এই পান্থশালা !
আলোকিত মানুষের পদচারণায়,
মুখরিত হয়ে উঠু্ক গৃহ কোন!
Subscribe
Login
0 Comments
Oldest