সেই এক নারী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

 

 

প্রেম বুঝে না, বুঝে না অনুরাগ;
চামড়ার ভাঁজে ভাঁজে খুঁজে চামড়ার দাগ।
স্পঞ্জের রসগোল্লা আছে তার বুকে;
হাতে ধরে মুখে নিলে চোখ বুজে সুখে।
ভালোবাসা খুঁজে না সেই নারী;
শরীরের উত্তাপই তার বেশি দরকারি।

সাজসজ্জার আড়ালে নিজেকেই ঢেকে রাখে;
আমি কোথায় খুঁজবো তাকে!
কোথায় খুঁজবো তার মন;
তার শুধু তাল তাল মাংসের আস্ফালন।
কেবলই বিদ্ধ হতে চায়;
মাংসের শলাকায়।

সেই এক নারী;
আহা, সেই এক নারী!

রচনাকাল: ঢাকা, ০৯ জুলাই ২০২১।

 

 

0

Publication author

0
কবি শফিকুল ইসলাম বাদল বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সামুদ্রিক মৎস্যবিজ্ঞানী ও গ্রন্থকার। তিনি ২০১০ সালে কাহিনী কাব্য 'বাংলা আমার জননী আমার' প্রকাশ করেন। তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ রয়েছে। তিনি কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপের উপদেষ্টা।
Comments: 0Publics: 12Registration: 13-10-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।