সোনার বাংলার গান
নদী, সবুজ মাঠ, নীল আকাশের দেশ,
সোনার বাংলার প্রাণ, তুমি অম্লান বিশেষ।
তোমার ধুলায় মিশে আছে শত বীরের রক্ত,
মাটি হয়ে যায় সোনার গাথা, অটল এক শক্ত।
রূপসী বাংলার প্রকৃতি মোহনীয়,
তোমার গানেতে ভাসে জীবন, নবীন-প্রবীণীয়।
পাহাড়, বন, সাগর, নদী—সবাই একত্রে,
তোমার বুকে আঁকে শান্তির চিত্র, অনন্য প্রত্রে।
মাতৃভূমি, তোমার কণ্ঠে শুনি শান্তির গান,
অধিকার, স্বাধীনতার কথা, তুমি বলেছিলে যে মান।
আমাদের প্রাণের তুমি মায়া, চিরজাগ্রত আশা,
বাংলার আকাশে তুমি একচিলতে মায়াবী ভাষা।
শুধু ধানের মাঠ নয়, তুমি বীরের ভূমি,
তোমার ইতিহাস বলে—তুমি শুদ্ধ, তুমি মুক্তিমতী।
বাংলা, তোমার প্রতিটি প্রাণে জ্বলে এক অমর আলো,
তুমি আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার নির্ভরতা, নির্ভীক ভালো।
তোমার মাটি আর আকাশে মিশে আছে যে প্রাণ,
সেই প্রাণের জন্য তুমি বেঁচে থাকবে, চিরজাগ্রত মান।
ও সোনার বাংলা, তুমি আমার অহংকার,
তোমার পথে চলতে পারি, এটুকুই আমার একান্ত প্রার্থনা—চির অমলকার।