স্বপ্নগুলো তোমারই জন্য তুলে রাখলাম
স্বপ্ন
না হয়
তুলেই রাখলাম যতনে
আমি কিভাবে থাকি বলো?
মনের দুয়ারে যে প্রদীপের আলো;
কিভাবে নিভাই বলো প্রেমালো নিশির শয়নে?
এভাবে
যেওনা চলে
ব্যথা দিয়ে মনে
ভাসিয়ো না দুঃখের নাও,
তুমি একবার এসে দেখে যাও;
তোমারই বিরহে কতোটা কষ্টে আছি ভুবনে।
তুমি
নেই বলে
অহর্নিশি অন্তর দহনে
এভাবে মানুষ কতদিন বাঁচে?
ভাঙা হৃদয়ে বিমূর্ত কষ্টেরা নাচে;
একটুও মায়া হয় না তোমার পরাণে!
স্বপ্নগুলো
তুলেই রাখলাম
যতনে হৃদয়ের গহনে
যদি কখনো একা লাগে,
চলে এসো তুমি নিবিড় অনুরাগে;
তোমারই প্রতীক্ষায় পথ চেয়ে আছি দুনয়নে।
Subscribe
Login
0 Comments
Oldest