স্বাধীনতার সুরে
স্বাধীনতার সুরে
-ভাস্কর পাল
স্বাধীন হলো দেশটা আমার, এক দিনেতে নয়!
হাজারও মানবের রক্ত, অসম্ভবকে করেছে সম্ভব।
স্বাধীন হয়েছে দেশটা আজ
নেই আর গোরা মানুষের অত্যাচার,
দেশটাকে আজ স্বাধীন করে মৃত্যুঞ্জয়ীরা অমর হলেন
যাক না যতই দূরে চলে মৃত্যুঞ্জয়ীরা মোদের ছেড়ে,
স্বাধীনতার মিষ্টি সুরে
আমরা তাদের রাখবো ধরে।
প্রতিবাদের গন্ধে আমরা-
যুগে যুগে গড়বো নতুন নতুন সংগ্রামীকে।
স্বাধীনতার সুরেতে উড়িয়ে দিয়ে তেরঙ্গা
হিন্দু-মুসলমান এক ধ্বনিতে,
সংগ্রামীদের অমর করে
এক সুরেতে গাইবো গান।
ভারতীয়দের মনের মাঝের
সংগ্রামীদের বাঁচিয়ে রেখে,
এক সুরেতে উঠবো জেগে
উঠবে ধ্বনি ‘জয় হিন্দ’
ভারতীয়দের প্রতিটি ঘরেতে
প্রতিটি মানুষের অন্তরেতে।।