স্বার্থবান
এই সুন্দরময় ধরণীতে,মনুষ্য আছে অনেক অবাস্তবিক
তাদের ভিতরে আছে এক অসামান্য ভীত
তারা এভাবে কী করে পাবে দুনিয়াতে জিত ৷
তবে জাতি মানুষ অনেক আছে বোঝে শুধু স্বার্থসিদ্ধি
কবে যে হবে তাদের ভাবনা-চিন্তা বৃদ্ধি ৷
মনুষ্যের নিঃস্বার্থবান রক্ত,হয়ে গেছে কী স্তব্ধ,
ভুল করছি কত অন্যের প্ররোচনায়
বিশ্বাস করে ফেলছি অন্যে যা শোনায়
আমাদের সুখ এখন যেন অন্যের কব্জায়
শুধু সম্পর্ক রাখার জন্য বজায়
মানুষ প্রায় পড়ে যাচ্ছে লালসায়,এদের কে আর সামলায় ৷
মনুষ্য জাতি যেন নিয়ে রেখেছে শপথ
নিজে না পারলেও অন্যকে হতে দিবোনা কর্মঠ ৷
মানুষ এখন যাচাই করে আমাদের যোগ্যতা
না দেখেই আমাদের দক্ষতা,কে দিয়েছে তাদের এই ক্ষমতা
তবে মানুষ কী সত্যি হয়ে গেছে এতো স্বার্থবান,
অন্যের কষ্টের পানি তাদের কাছে বালু সমান