হতে পারি
আমি আকাশ হতে পারি–
যদি মেঘ হয়ে থাকো,
আমি বৃষ্টি হতে পারি-
যদি অঝোরে ঝরে পড়ো ।
আমি বিহঙ্গ হতে পারি–
যদি উড়তে তুমি চাও,
আমি নূপুর হতে পারি-
যদি পরতে তুমি চাও !
আমি কাজল হতে পারি–
যদি চোখে তুমি আঁকো,
আমি হাসি হতে পারি-
যদি লাজুক হয়ে হাসো ।
আমি কাঁকন হতে পারি-
যদি হাতে তুমি রাখো,
আমি দুল হতে পারি-
যদি তুমি কর্ণভূষণ রূপে রাখো ।
আমি বাতাস হতে পারি–
যদি প্রেম তোমার জাগে ,
আমি কুসুম হতে পারি-
যদি কন্টক পথে থাকে ।
আমি আজীবন হাঁটতে পারি–
যদি তুমি পাশে থাকো,
আমি তুলি হতে পারি-
যদি তুমি প্রেমের ছবি আঁকো ।
–
হায় ! এ তো শুধু আমার ভাবনা !
তুমি কী ভাবছো তা মোর অজানা !