হৃদয়ের অন্তরীক্ষে নৃত্যময়ী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

নৃত্যময়ী
তুমি হাসলে
নীল আকাশের বুকে
ঝলমল করে উদাসী রোদ্দুর,
মরুর বুকে ফোটে রক্তিম গোলাপ;
প্রকৃতি হয়ে উঠে ঝরনার মতোই চঞ্চল।

নৃত্যময়ী
তুমি কাঁদলে
মেঘের জমিন ছুঁয়ে
ধরায় ঝরে অবিরাম বর্ষণ,
দিবস রজনী কাঁদে কুহেলি আঁধার;
সমুদ্র হয়ে উঠে জলোচ্ছ্বাসের মতোই উত্তাল।

নৃত্যময়ী
তুমি ডাকলে
অন্তর গহিনে জাগে
অজানা প্রণয়ের স্নিগ্ধ স্পন্দন,
নয়ন রাঙে রংধনুর সাতটি রঙে;
চিত্ত হয়ে উঠে কোজাগরীর মতোই উজ্জ্বল।

নৃত্যময়ী
তুমি ভালবাসলে
উন্মাদনার তপ্ত নেশায়
জুড়ায় প্রাণের আজন্ম তৃষা,
রক্তের কণিকায় বহে উষ্ণ শিহরণ;
আমিও হয়ে উঠি সভ্যতার আদিম দাবানল।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।