তোমায় ভাবতে খুব ভালো লাগে – অর্ঘ্যদীপ চক্রবর্তী
তোমায় ভাবতে খুব ভালো লাগে।
আসলে ভাবার সময় তোমাকে কাছে পাই,
খুব কাছে,
না না কাছেও নয়, বোঝাতে পারছি না ঠিক-
বলতে পারো একেবারে আমার মধ্যে পাই।
তোমার সাথে কথা বলি, তোমায় নিয়ে ঘুরতে যাই,
তোমার মুখের দিখে তাকাই, তোমার সাথে একটু- আধটু খুনসুটি করি-
আসলে এগুলো খুব ভালো লাগে। খুব ভালো।
ভাষায় বর্ণনা করার থেকেও যদি বেশি কিছু থাকতো
তাহলে তা দিয়ে বর্ণনা করতাম,
তাই তোমায় ভাবতে খুব ভালো লাগে।
হ্যাঁ, তোমায় ভাবতে খুব ভালো লাগে।
সারাক্ষণ ধরে ভাবতে ইচ্ছে হয়
রাতে ঘুমোতে মন চায় না,
নাহলে তুমি হারিয়ে যাবে আমার থেকে!
আসলে তুমি সামনাসামনি থাকলেও,
তোমায় বুকে জড়িয়ে ধরলেও-
তবু মনে হয় তুমি আরো অনেক দূরে আছ।
কিন্তু, একমাত্র ভাবার সময় তুমি আমার মধ্যে থাকো- একদম আমার ভিতরে।
তাই
এভাবেই তোমায় ভাবতে চাই,
এভাবেই তোমায় ভাবতে চাই।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/০৭/২০২৩
বারুইপুর