ব্যথার মাছির ঝাঁক | শারমিন ইসলাম শর্মি
ব্যথার মাছির ঝাঁক
-শারমিন ইসলাম শর্মি
আমায় আকাশ দিয়েছো ডানা কেটে
জলে ছেড়েছো ফুলকো বিহীন !
শব্দ দিয়েছো চোখ বেঁধে
আলোর পথ হলো দিশাহীন।
সময়ের গন্তব্য পৌঁছায় ঠিকানায়
নি:স্ব পরে থাকে ব্যথার পথ।
কবিতার খাতারা শহুরে বাতাসে হাসে
হঠাৎ তড়পায় মিছেমিছির প্রেমাতুর লোভ।
স্বপ্নের হাত ধরে বেঁচেছি যতবার,
জেনেছি ফাগুন নিয়ে এসেছে আগুন
আমি পুড়েছি ততবার।
জাপটে ধরা কলম শব্দ বুনে
মিহি রোদে পুড়ে যায় তাও।
নিত্য বাঁচার খেরোখাতা খুলে
হিসাব কষা পরে থাকে ঝুলে।
ভালোবেসে যায় মরা নদী
এটাও এক অন্যরকম বাঁচা,
না পাওয়ার সুক্ষ্ম সুক্ষ্ম জালে
ব্যথার মাছির ঝাঁক আটকে যাওয়া।
Subscribe
Login
3 Comments
Oldest