অবকাশ -৩
দৃষ্টির অগোচরে হারিয়ে যাই অনতিকাল
মনেতে তারা খসা যন্ত্রণা নিয়ে।
পোড়ানো হৃদপিন্ড বিশুদ্ধতা পাথেয়
অন্যায় নেই সর্বগ্রাসী জীবন্ত চোট
প্রজ্বলিত প্রদীপের শিখাতে চালযুক্ত চেতনার সঞ্চয়।
হায় ! আকর্ষণ জগৎ বড়ই চেষ্টা করে এসেছিলাম
পৃথিবী বোঝ নি আত্মসংভ্রম?
মৃতপ্রায় পাখির উড়ন্ত ডানা — বেলা যায় অবেলায়
মেরুদন্ডহীন মানুষ আধপেটা রাজত্ব করে
অদূরেই তাঁদের আগামী অন্ধকারাচ্ছন্ন।
২৩.০৮.২০২৩
Copyright Reserved
Subscribe
Login
0 Comments
Oldest