মোহাম্মদের আলো
আকাশ ভেঙে নামল আলো,
মরুর বুকে খেলা,
তিমির ভেদি নূরের ঝরনা,
পুণ্য পথে বেলা।নবীর মুখে শান্তির কথা,
বাতাসে ভাসে গান,
জীবনের পথে আঁধার মুছে,
দেখায় সঠিক ত্রাণ।মরুর ধূলি পায়ে মেখে,
চলল নবীর পথ,
পৃথিবী জুড়ে ছড়াল শান্তি,
বাঁধল প্রেমের সেতু।মোহাম্মদের সেই জীবন ধারা,
শিখায় সবার মঙ্গল,
তাঁর নামে জ্বলে হৃদয়-মশাল,
সারাজীবন অমল।আজি নবীর পথে হাঁটি আমি,
নেই কোনো ভয় মন,
প্রভুর নূরে আছন্ন প্রাণে,
মুক্তি পেল ধরণ।
Subscribe
Login
0 Comments
Oldest