ভাঙতে হবে
ভাঙতে হবে
ভাঙতে হবে বিচারালয়
ভাঙতে হবে কারাগার
ভাঙতে হবে দুর্নীতি আর
অমানুষের আখরাগার।
আজ একটা মেয়ে তিলোত্তমা
হচ্ছে বড় সবার মেয়ে
সেই মেয়েটাও চাইবে বিচার
তখনও কি দেখবে চেয়ে।
জ্বালরে মশাল আগুন জ্বালা
দিকে দিকে শঙ্কা তুলি
মিথ্যা বিচার প্রতিশ্রুতি
কেউ যাবে না আজকে ভুলি ।
ভাঙতে হবে শাসন তোষণ
মিথ্যা বিচার প্রহসনে
ভাঙতে হবে মন্ত্রী আসন
যা কিছু আজ আগ্রাসনে ।
দোষ যদি নেই কেনই তবে
এতই কঠোর প্রহরা আজ
ভাঙতে হবে মিথ্যা রাজের
ভাঙতে হবে দুর্নীতি রাজ ।
Subscribe
Login
0 Comments
Oldest