কবিতার সাথে থাকি সত‍্যের সাথে থাকি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

সব সত‍্যকে তো আর বলা য়ায় না বোকা, পাগল কিংবা
মাতালের মতো। কেননা, সমুদয় অপ্রিয় ফলাফল হজম করার মতো
দুঃসাহসী আমিতো নই। কিন্তু, বলতে তো হবেই; অনেকটা দায়ভার
বারুদের মতো উসকে দেয় কিনা আমাকে! তাই সত‍্যকে খোলস পরাই;
রং করা খোলস, কখনো বিদ্ঘুটে। ছদ্মবেশী রূপকের আড়ালে
দিব‍্য চালান করে দেই। এটা নাজায়েজ নয়।
কিন্তু, সকলেই তো খোলস ভাঙতে পারে না। সকলের কি আর
এমন দন্ত-নখর থাকে! তাই রীতিমতো থাকি নির্ভার।
এটুকুই শান্তি আমার। শান্তিপ্রিয় মানুষ আমি, কেন অশান্তির আগুনে
সাধ করে পুড়বো, আমিতো রীতিমতো কবিতার সাথে থাকি।

0

Publication author

0
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 15Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।