কাব্য
কাব্য
হাকিকুর রহমান
কাব্যকে জিজ্ঞাসিলাম-
ওহে কাব্য,
তোমার কি কোন পরিধি আছে?
সে সহাস্যে উত্তরিল-
আমি ব্যাপ্তিত,
কোন সীমানা-প্রাচীরের অভ্যন্তরে রহিনা-
কোন সংকীর্ণতায় ভুগিনা,
জীর্ণতার আঁচড় পড়েনা
আমার দেহে।
সময় আমাকে সীমাবদ্ধ করেনা।
তবে, আমার চিত্ত পিপাসিত,
অনাগত ভবিষ্যতের পানে
ছুটে চলি, নিরন্তর-
বাঁধা-বন্ধনহীন ভাবে।
স্থান-কাল-পাত্র, আমাকে
দমিত করিতে পারেনা, কোনমতেই।
আমি বিস্মরণের খেয়ায় ভাসিনা-
দৃঢ় পদে এগিয়ে যাই,
মহাকালের পানে।
নহি আমি কোন বিভ্রান্ত পথিক,
নিজের গন্তব্য, চিনিতে পারিহে সঠিক।
Subscribe
Login
1 Comment
Oldest