রোমাঞ্চিত যমুনাজল
বিমুগ্ধ দর্শক শুধু আমি-
ডেকে উঠছে পাখি আর বৃষ্টির প্রলাপ
ভূতেপাওয়া রাতকাহিনির জন্মলগ্নে
ছোট কাঠের ঘোড়া রূপকথার দেশে
সব গোপন কুঠুরিতে নিহত কবুতর কথা
শিকড়ের খণ্ডিত থাবায় লবণাক্ত ঢেউ
রোমাঞ্চিত আমার বিকেলবেলা
বৃষ্টির মুদ্রণছন্দে তরঙ্গায়িত জল
যমুনায় বিকেলের রোদ,
ভালোবাসার আর এক সর্বনাম তুমি।
Subscribe
Login
0 Comments
Oldest