আষাঢ়ে
আষাঢ়ের মেঘ বৃষ্টিরা ঝরঝর,
এত ঝরা ঝরে সব বিরক্তির।
কাঁদা স্যাঁতস্যাঁতে রোদ আছে অগোচর,
চলতে ফিরতে পিছলের লাগে ডর।
গ্রামেরই ঘর তলানিতে ডুবডুব,
মাটির পিড়াটা ভেজে হলো চুপচুপ
জোয়ারের বুকে ভেসে গেছে খালবিল
এত বেশি জলে সাগরের মত মিল।
ভেজাভেজা লতা ড্যাব ড্যাব নির্ঝর,
ত্যাক্ততা দিয়ে ডেকে আছ দৃশ্যর।
মনেহয় আজ দরকার খুব রোদ,
প্রকৃতি ক্ষিপ্ত নেয় বুঝি প্রতিশোধ।
আকাশের চোখে মনে হয় খুব জল,
মনেহয় তার কান্নার ফলাফল ।
কবে রোদ উঠে কবে দিবে বলে খরা,
আষাঢ়ের মেঘে হয় বার বার চড়া।
Subscribe
Login
0 Comments
Oldest