বিধিনিষেধের নববর্ষ
নববর্ষের সূর্য আজই দিগন্তের ওই মাঝে,,
নতুন বছরের আগমনে ও বিষাদের সুর বাজে!
উৎসবের আনন্দে মেতেছে আজ আট থেকে আশি,,
নতুন পোশাকের আনন্দে শিশুর মুখেও ফুটেছে আজ হাসি!
নববর্ষের আগমনে ও পৃথিবী যেন অসুস্থতায় জর্জরিত,,
বৈশাখের প্রারম্ভ জোগাক আশা মাতৃভূমি হোক সুস্থ !
নাই বা হোক নতুন পোশাক, নাই বা হলো নতুন হালখাতা,,
মানুষ মানুষের পাশে থাকুক এই তো জীবনের আশা!
Subscribe
Login
0 Comments
Oldest