মাধুকরী হাসি
মাধুকরী হাসি
হাকিকুর রহমান
কেগো বুনেছো সোনারং ধান
কে দাও অথৈ নদীতে পাড়ি,
কেবা বুনেছো মনের মাধুরীতে
রামধনু রঙ শাড়ি।
কেগো হেঁটে যাও মেঠো পথ ধরে
কি যে গেয়ে যাও সুরে,
কেবা গেঁথেছো খোঁপায় যুঁথিকা
ডেকে নাও কোন দূরে।
কেগো পরেছ লাল রঙ শাড়ি
যাবে কি নায়োরে আজি,
কেবা চেয়ে রও নীলিমার পানে
গোধূলির সাঁঝে সাজি।
কেগো গুনেছ স্মৃতিভরা দিন
রয়ে যায় ছেলে বেলা,
কেবা শুনেছ মাধুকরী হেসে
করে যায় কত খেলা।
Subscribe
Login
0 Comments
Oldest