তোমাকেই চাই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অসময়ের এক পশলা মেঘ দুপুর বেলাটা
কেমন ভিজিয়ে দিলো,
ভেজা মাটিতে ভেজা আলতা র সৃজনশীল
অনুসরণ ঘর অবধি ।
বারান্দায় দাঁড়িয়ে, ভেজা চুলে
একাকী আরশি আর আমি ।
হঠাৎ ই তোমার সামনে,
বেআব্রু পোশাকে;
সম্মতির বারণে কাছে আসতে
না করলাম, তবুও
তুমি শুনলে না ।
খুব সজোরে চেপে ধরলে বুভুক্ষ ঠোঁট দুটো;
আমার জলরঙা ঠোঁটে ।
ঘড়ির কাঁটায় নেমে আসলো একযুগ
অন্ধকার,
একটা নিটোল নিঘুম মিষ্টি রাত,
ভোর হতে দেখলো-
আলতো হয়ে ঝরে পড়ছে, কার্তিকের শীত;
উত্তরের বাতাস জানালার নিচ গলে;
হু হু করে ঢুকছে ঘরের ভিতর ;
ঠিক তখন তোমার বাহুক্রোড়ে,
তোমাতে মিশে, শুধোলাম
পরের জনম শুধু নয়,
আগামী সাত জনম, আমি
তোমাকেই চাই ।

0

Publication author

offline 2 years

সুজিত

1
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।