স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম দেশাত্মবোধক কবিতা (চতুর্থ পর্ব)
স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ভারত আমার, ভারতবর্ষ !
স্বদেশ আমাদের জন্মভূমি,
দাসত্বের শৃঙ্খল ছিন্ন করি
চিরমুক্ত মাগো আজি তুমি।
স্বাধীন ভারত স্বাধীন ভারত
ভারত আমার দেশ মহান,
সোনার ভারত গড়ব মোরা
রাখব মোরা দেশের মান।
স্বাধীন ভারতে সবে মোরা
মোরা দেশের কাজ করব,
একই লক্ষ্য মোদের সবার
মোরা সোনার ভারত গড়ব।
ভারত আমার, ভারতবর্ষ!
স্বদেশ আজি হলো স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে
নই মোরা আজি পরাধীন।
ভারতবাসী আমরা সবাই
গাহি ভারতের জয়গান,
হিন্দু মুসলিম সবে সমান
একজাতি আর একপ্রাণ।
হিন্দুমুসলিম মোরা ভাই ভাই
মোরা সকলেই ভারতবাসী,
সবার সুখে মোরা হাসি আর
দুঃখে কাঁদি মোরা দিবানিশি।