সুন্দর মুখ
সুন্দর মুখ
– রুদ্র কাওসার
তোমার মতো এত সুন্দর মুখ,
আমি দেখিনি কোন মানুষের ভিড়ে!
কল্পজগতের অপ্সরিদের কণ্ঠেও শুনিনি,
তোমার মতো এত মধুর স্বর!
এই অদ্বিতীয়া প্রিয়ার মতো,
পৃথিবীতে আর কে আছে বলো?
যে রুপের মনোহর তুমি ছাড়া,
কোন মানবীর মাঝে দেখেনি কখনো!
এত প্রেম এত সুধাময়ী শ্রুতি,
কেবল তোমার মাঝেই খুঁজে পাই!
কবি হৃদয়ে কত মুখই তো,
ভেসে উঠে কারণে অকারণে,
মনের প্রেম যমুনার ঢেউয়ের তালে,
কত সদ্য ফোটা প্রস্ফুটিত গোলাপ,
অকারণে সৌরভ ছড়িয়ে দেয়,
হৃদয়ের কল্পিত ফুল বাগিচায়!
এতো অনুভূতির ফুলের মাঝেও,
অনুসন্ধানী চোঁখ কেবলই কি ভেবে,
তোমার অদেখা মুখের প্রতিচ্ছবি,
হাতরে বেড়ায় জীবনের অভিধানের!
পরতে পরতে তোমার স্মৃতি!
যদিও তুমি ঘুমিয়ে আছো,
এই বুকের গহীন অরণ্যের,
শ্বাশত পোষা বিহঙ্গের মতো,
তোমার মুখ দেখিনা কোনদিন!
শুধু অনূভুতির জানালায় দাঁড়িয়ে,
তোমার প্রেমের আলো দেখি!
সেই অদৃশ্য রশ্মির সাথে,
চঞ্চল হৃদয় দুলে উঠে,
কারণে অকারণে নিজেকে হারাই,
স্বপ্ন নামের মহামানবী’র মাঝে!