শেষ তবুও শেষ নয়
আমি ফিরে এসেছি নীল বাংলাতে
ফিরে এসেছি ছায়াঘেরা রাতের শেষে
হয়তো নিরাশার অন্ধকার থেকে
নতুবা কিঞ্চিৎ পরিমাণ ভালোবাসা নিয়ে।
আমি ফিরে এসেছি যুদ্ধের মানচিত্র থেকে
ফিরে এসেছি নিস্তব্ধ পিরামিডের হৃদয় থেকে
নীল বাংলাতে আলো জ্বালাতে;-
ঢের বেশি শতাব্দী থেকে
আজ এই ইংরেজি ২০২১সালের শেষ
তবুও শেষ নয় নয়তো পরাজয়।
দুচোখে নেমেছে নতুন বার্তা
একটা মোমবাতির শিখা থেকে
আমি আলো জ্বালিয়েছি পৃথিবীর মানচিত্রে
সমস্ত রাত্রিকে জাগিয়ে জাগিয়ে।
নক্ষত্র নেমেছিল আমার কবিতার পাতায়
নতুন বছরের শুভেচ্ছা বার্তা নিয়ে
একগোছা ফুলের তোড়া
নীল ডায়েরির লাল মলাটের উপরে।
আজ এই ১৪২৮ বঙ্গাব্দের ১৫ই পৌষ
ইংরেজির ৩১শে ডিসেম্বর ২০২১
এই বঙ্গের বিভিন্ন প্রান্তে
আমি ফিরে এসেছি লাল নিশানা কে জাগিয়ে।
গ্রিটিংস কার্ড আর নাহি আসে
আমার ঠিকানাতে;
লাল নীল হলুদ সব রংবেরঙের
মরে গেছে গ্রিটিংস কার্ডের পাতাগুলো।
নতুন বছর নিয়ে আসুক আশা ভরসা
নিয়ে আসুক নির্মল সমাজ
আর হাজার কবির কবিতা নিয়ে আসুক ভালোবাসা
তাঁর মধ্যেও আমি একজন ঠাঁই যেন্ পাই সাহিত্যের মানচিত্রে।।