রক্তাক্ত প্রেম
রক্তাক্ত প্রেম-
ক্ষতবিক্ষত হয়েছে বুক,
এ প্রেম? নাকি যন্ত্রণা ভোলার চেষ্টা ;
অনেক কথা দিয়ে –
কথা রাখা হয়নি,
তাই কাল রাতেও ভাত খাওয়া হয়নি;
ঘুমহীন অনিদ্রিত রাতে চোখে শ্রাবন
শুধু তোমার এ ভালোবাসার কারণ,
কালো রাত,কাল হয়ে জাপটে ধরে
মৃত্যুও ফাঁস লাগায় শ্বাসপ্রশ্বাসে।
কালিপদ মন্ডল
Subscribe
Login
1 Comment
Oldest