মন্দ পরিচয়
কলকাতায় জাত, বীরভূমের রাড়ী ব্রাহ্মণ কুলোদ্ভব সংস্কার ভাসানো, চন্ডালিনী দরিদ্র কবিয়ত্রী
বলেছে মাটিকে, আমার লজ্জা ঢাকতে তুমি দ্বিধা হোয়ো না ধরিত্রী।
প্রথার দেওয়ালে মৃদু ধাক্কা দিয়ে, সংস্কার ভাসিয়ে আমি নিন্দিত যদি
তেমন কলঙ্ক মাথায় থাক আমার মৃত্যু নয়, মৃত্যুর পর অবধি।
নিজের মতো করে বাঁচার মধ্যে নেই কোনো অপরাধ।
তার জন্য মাটির ভেতরে লুকিয়ে জীবনটা কেন করি বরবাদ?
ঝুঁকে থাকা, নত হয়ে থাকা, প্রশ্ন না করা যত মেয়ে, সকলেই ভাল,
ওরা বলে, আমার উত্তর; নিন্দামন্দের আগুনটা বেশি করে জ্বালো।
সমস্ত নিন্দার আগুন আমাকে সচল রাখে, পুরনো নিয়ম থেকে
নতুন বিশ্বাসের দিকে অবিরত হাঁটা সোজা নাকি, নিজেকে অটল রেখে?
তোমরা নিন্দা দিয়ে না জ্বালালে এগোবার প্রেরণা পেতাম কী করে?
আমি আমার মতো হেঁটে যাব, তোমরা নিন্দা করে যেও যুগ ভরে।
*******************************
Subscribe
Login
0 Comments
Oldest