মধুচন্দ্রিমা
আজ জলকেলি খেলবো দু’জন জলতরঙ্গের সাগরে
ভেসে ভেসে গাইবো মনোহরে
নীলাকাশ ছুঁয়ে আসা সফেদ ঢেউয়ের অগ্রসরে
তোমাকে জড়িয়ে নিবিড় আদরে
লিখে দিবো প্রণয়ের সর্বনাম সৈকতের বালুচরে
মধুচন্দ্রিমার শিশিরস্নাত প্রথম প্রহরে।
আজ পাহাড়ের সিঁড়ি বাইবো দু’জন অকাতরে
বাহুডোরে ঝরনার পথ ধরে
গোধূলি বেলায় মহুয়ার মাতাল নির্যাসের পরিসরে
তোমাকে ভালোবাসি বলবো উচ্চস্বরে
যতখানি আগলে রেখেছি নিখিল হৃদয়ের গহ্বরে
মধুচন্দ্রিমার শেষ বিকেলের সফরে।
আজ চন্দ্রপ্রভায় হারাবো দু’জন ঝাউবনের অন্দরে
মায়ায় ঘেরা জ্যোৎস্নার চাদরে
সাগরের গর্জন শুনবো অনুরাগে হাঁটার অবসরে
তোমাকে রেখে বুকেরই পাঁজরে
রচনা করবো ভালোবাসার মহাকাব্য হৃদয়ের অম্বরে
মধুচন্দ্রিমার এই স্বর্গীয় চরাচরে।