আলোকপিয়াসী অক্ষরমালা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শুধুই থাকতে আসিনি আমি এই পৃথিবীতে
খালিখালি হিসেব করে নিঃশ্বাস ফেলে বেঁচে থাকা
তারপরে এক দিন মৃত্যুকে শেষবার হিসেব দিয়ে ফের একটা গোলমেলে জন্মের দিকে  চলে যাওয়া আমার পোষাবে না।
সাধ্য মতো সৃজনের আকাঙ্খা রয়েছে আমার
এমনিতে তো বেঁচে থাকা মানে একটু একটু করে ফুরিয়ে যাওয়া
আর সেটাকে ভুলে থাকার একটা ব্যর্থ প্রয়াস।
নশ্বরতার কাছে ক্রমিক আত্মসমর্পণ আমাদের সবার জীবনের সবচেয়ে বড় বাধ্যবাধকতা।
কিন্তু সেই ধ্বংস প্রক্রিয়াকেও যতটুকু পারি, পংক্তিতে পংক্তিতে
একটু সাজিয়ে অনেকটা মায়া করে গুছিয়েগাছিয়ে গঠনের আনন্দ নিয়ে আমি বলে যাব।
সাদা কাগজের আত্মা আমার সব কথা
নিজের মধ্যে টেনে নেবে
প্যাপিরাস সাম্রাজ্যে অক্ষরের ভিতের ওপরে গড়ে উঠবে আমার সমান্তরাল জীবন।
 আশা করি আমার অক্ষরের নিজস্ব   সমাহার
 আমার চেয়ে কিছু বেশি স্থায়ী হবে,
 আমার স্বপ্ন আর সমস্ত   আশাআকাঙ্খা
 দু’চার জন পাঠকের হৃদয়ে ঢেউ তুলবে
 হয়তো বা একটু  কাঁদাবেও।
 কালজয়ী হয় না কিছুই।
 তবে কারুর কারুর সৃষ্টি পরপর কয়েকটি  কালের আঘাত সয়েও দিব্যি টিকে থাকে।
আমার ততটাও আশা নেই
আমি খুশি হব আমার মৃত্যুদিনের ঠিক পরের ‘আগামীকাল’টি  জুড়ে
যদি কেউ আমার সামান্য আলোকপিয়াসী কবিতা মনে রাখে।

0

Publication author

1
আমার নাম শুভশ্রী রায়। জন্ম ১২ জানুয়ারি, ১৯৭১ কলকাতা শহরে। পনেরো ষোল বছর বয়স থেকে কবিতা লিখছি। সেই অবুঝ কৈশোরে যতটা আগ্রহ নিয়ে লিখতাম, এখনো ততটাই আগ্রহ নিয়ে লিখি। কবিতার প্রতি আমার ভালোবাসা কোনো দিন কমবে না।
Comments: 1Publics: 121Registration: 28-02-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।