চৈত্র সংক্রান্তি
এমনই দিনে পুলকিত হৃদয় আনন্দে নাচায়
তোমার-আমার মিলনের বাহানায়
তুমি সাজো গৌরী রঙিন শাড়ির উজ্জ্বলতায়
বাঘছড়িতে আমিও শিবের সজ্জায়
এক শিবালয় থেকে অন্য শিবালয়ের শোভাযাত্রায়
নন্দি-ভৃঙ্গিরাও নৃত্যে মাতায়।
এমনই দিনে ধর্মপ্রাণ মানুষেরা ঘুরে বেড়ায়
গাজন উৎসবের মিলন মেলায়
স্নান-দান-ব্রত-উপবাসে শিবের প্রার্থনায়
কৃষিকর্ম-বিয়ের গীত গায়
সূর্যের সাথে পৃথিবীর বিয়ের মঙ্গল বার্তায়
আমাদেরও প্রেমের পূর্ণতা পায়।
এমনই দিনে তোমার-আমার প্রেমের পূর্ণতায়
বিহঙ্গরা ওড়ে নীলাম্বরের নীলিমায়
জ্যোতির্ময় প্রেমাবেশে হৃদয় আমার ঘনঘন চমকায়
গোধূলিলগনের ডুবন্ত সূর্যের আভায়
গাছে গাছে নতুন পল্লবের অনির্বচনীয় শোভায়
চৈতালি দেয় বসন্ত বিদায়।