মেধা অধিকার কার?
দূর! একটুও কিছু ভাল্লাগে না ছাই।
মেয়েদের থেকেই এত নিন্দেমন্দ পাই!
যেই বলেছি মেয়ে, মেধার ঢাকনা খোল
রংরূপের সং-চর্চা খানিকটা তুই ভোল
অমনি বলে, হিংসা করো তুমি আমায়
দিব্যি থাকি রূপটান আর হাল-জামায়
মেধা বেশি দেখালে পুরুষদের হয় রাগ
তখন দিতেই চায় না মনোযোগের ভাগ
কত সহজে তার পরিশ্রমে সব জুটে যায়
মেধায় নিজের বিপদ ডাকব কেন, হায়!
পুরুষ মানেই নিরাপত্তা, ভাত ও বহু কিছু
নারীর মেধা? কত বিতর্কও যে ধরে পিছু
মেধা ও চিন্তাশক্তি নারীর আছেই, জানি
কিন্তু মেধা প্রদর্শনের হক পুরুষের, মানি!
Subscribe
Login
0 Comments
Oldest