পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।

চিত্তের অনলে আত্মভোলা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

276 total views , 1 views today

আমার
সম্পর্কটাও নোংরা
বঞ্চনার অনলে কালবেলা
ভস্মাচ্ছাদিত ধ্বংস যজ্ঞের মেলা,
নিরীহ তবুও চলে অত্যাচারের খেলা;
দয়াময় আমাকে মেরে ভাসিয়ে দাও ভেলা।

আমার
পথটাও নোংরা
ধেয়ে আসে অবিচল
রক্তিম চোখে হায়েনার দল,
মৃন্ময় সমাজেরে করে দেয় অচল;
দয়াময় আমাকে দাও একটু শুদ্ধের জল।

আমার
নারীটাও নোংরা
করে বেড়ায় পরকীয়া
ব্যাকুল বিদগ্ধ আমার হিয়া,
দুরারোগ্য জ্বালা জুড়াই কি দিয়া?
দয়াময় আমাকে অতি সত্বর যাও নিয়া।

আমার
রাজনীতিটাও নোংরা
মৎস্যের পরিপূর্ণ ডোলা
তবুও করছেন পুকুর ঘোলা,
অন্ধকারের দেশে দরজা নাই খোলা;
দয়াময় আমাকে করো না আর আত্মভোলা।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
reCaptcha Error: grecaptcha is not defined