বাবা
বাবা
বিমল মণ্ডল
আজ আমার স্মৃতি কক্ষে বাবা শব্দ উচ্চারণ হলে
শরীরে সমস্ত শক্তি খুঁজে পাই
আমার শৈশব, কৈশোর ও যৌবনে
তোমাকে ঘিরে আমার বন্ধু বাৎসল্য
এক একটা পক্ষে আমার ও তোমার প্রেম
রোদ,বৃষ্টি ও জলে তোমার ছায়ায় থেকে
‘বাবা’ শব্দের পরিচয় জেনেছি
আজ আমি তোমার মতো বাবা ডাক শুনি
অথচ তোমার করে এতোটা
কাছে টেনে নিতে পারিনি
তাই সারারাত তোমাকে আমার মাথার পাশে বসে থাকতে দেখে
আমিও আমার সন্তানকে আঁকড়ে বাঁচি।
Subscribe
Login
0 Comments
Oldest