স্বাধীনতার পঁচাত্তরে – অসীম চক্রবর্ত্তী
লজ্জায় অবাঙ্মুখ করে বসে আছে আমাদের দেশ।
পরশাসন হতে স্বাধীন প্রাপ্ত হয়েও, পঁচাত্তরটা বছর ধরে এইভাবে,
যে রকম অবাঙ্মুখ হয়ে বসে থাকে আজন্ম রোগগ্রস্থ কোন কঠিন অভ্যেস।
মনে হয় স্বাধীনতার গায়ে ফুঁটে আছে অসংখ্য কাটা তার।
মুছে গেছে পবিত্র স্বাধীনতা হতে শহিদের নাম।
যারা শূরোচিত শহিদ হয়েছিলেন, করেছিলেন দেশকে স্বাধীন
আজ তারা হয়েছেন নির্লিপ্ত, সমাজ চায় না চিনতে, দেয় না কোন দাম।
অঙ্গীকারবদ্ধ হয়ে যারা একে একে এসেছেন ঐ পঁচাত্তর বছর ধরে,
তারা কেউ কথা রাখেন নি !
অথচ প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিয়ে যাবেন চাঁদের পাহাড়ে
প্রতিশ্রুতি দিয়েছিলেন নিয়ে যাবেন দিগন্তব্যাপি আকাশের পথে
প্রতিশ্রুতি দিয়েছিলেন নিয়ে যাবেন উন্নয়নের সাজানো রথে।
প্রতিশ্রুতি মানেতো পতাকার ব্যতিব্যস্ত উত্তোলন নয়।
প্রতিশ্রুতি মানেতো যত্রতত্র জ্বালামুখি ভাষন নয়
প্রতিশ্রুতি মানেতো বিজ্ঞাপন, দেওয়াল লিখন মাধ্যম নয়।
প্রতিশ্রুতি হলো শিক্ষা, চেতনা
প্রতিশ্রুতি হলো রুটি, ভাত, ডাল
প্রতিশ্রুতি হলো মাথা গোঁজার একটি চাল।
ওগো, সতন্ত্র সুন্দর দেশ, স্বাধীনতার আড়ালে ফুঁপিয়ে ফুঁপিয়ে তুমি কাঁদছো
লজ্জায় অবাঙ্মুখ হয়ে, স্বাধীনতার পর পঁচাত্তর বছর ধরে ..
কারণ এই স্বাধীনতা তুমিতো কখনও চাওনি ?
যদিও এই স্বাধীনতা কেইবা চেয়েছিল ?