সময়ের স্তব্ধতা
সময়ের স্তব্ধতা
-ভাস্কর পাল
সময় যেন হিসেবে হিসেবে বাড়িয়ে যাচ্ছে পা
সময়ের তরে সবই যেন কেবলই ভ্রান্ততা-
সময় শেখায় কঠিন হতে বাস্তবতা বুঝে নিতে,
সময় যেন আঘাত আনে দুর্বলতার সুযোগ মেপে।
উড়িয়ে দেওয়া পথের ধূলি, কিংবা কিছু চিহ্ন
দিশা বদলে নিজের পথে নিজেই হয় ভিন্ন।।
কোথাও পাহাড় মস্ত উঁচু দাঁড়িয়ে আছে স্তব্ধ
কোথাও গভীর জলরাশি কেমন মাতাল যেন
বনের গভীরে বৃক্ষ রাশি তাহার ভিড়ে আছে কত
অজানা কত ভ্রান্ত জীব যে যার পথেই স্তব্ধ।
এই বিশ্বের নাচন কোদন স্তব্ধ আছে সবই
নিজের পথেই একই বেগে ঘুরেই যাচ্ছে রোজই।।
মিথ্যে সময় ঝড় তুলেছে অহংকারের বশে
উন্মুক্ত হৃদয় প্রলেপিত স্তব্ধতার দেশে
জীবন বড়োই শান্ত আজই খুঁজছে নিজের দিশা
পথ বড্ডো কঠিন প্রবল সময়ের পিপাসা।
তারই মাঝে চলছে যে এক ভাঙা গড়ার লড়াই
অন্যের হাতে নিজের সময় হারিয়ে কেবল যায়।।
শক্ত করে হৃদয়ের সুর পাথর বেগে ছুটে
নিজের ছায়াই নিজের কাছে বড্ডো আজব লাগে
গগন তলের মেঘও রাশি বজ্রপাতের শঙ্কা
ঐ দূরেতে কোন মন্দিরে বেজে চলেছে ঘন্টা।
কোন অশনি সংকেতে আজ লাগছে মনে ব্যাথা
সময়ের এই ঝরা পাতায় জীবন গল্প গাঁথা।।
দ্রুত বেগে ছুটেই চলা কোন সে ভূমিকায়
বিষণ্ণতা ছিন্ন করে কীসের অপেক্ষায়-
মূল্য খানি বুঝতে গেলে বাস্তবতার ছন্দে
মিলিয়ে আসা কোন অতীতে পুরাতনের গন্ধে।
ক্ষণিকের তরে ছন্দ বাঁধা প্রবল বেগে ছিন্ন
কেবল স্মৃতির খাতায় রয় অকপটের চিহ্ন।।
জীবনের সব অধ্যায় গুলো প্রবল ছোটোবড়ো
প্রশ্ন হয়েই রয়ে গেল উত্তর নাহি মিললো
জীবন কোথায় চলছে বয়ে কোন সে দিনের তরে
উদ্দেশ্যহীন সময় গুলো গোপনে গল্প গড়ে।
ইচ্ছা গুলো সুপ্ত আজই, বাসনা গুলো স্তব্ধ
জীবনটা যেন কোন স্বপনে কোথাও যেন বদ্ধ।।
নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া ভাসমান সব রব
নীরবেতেই সহ্য করা জটিলতা সব-
তবুও স্বপ্ন পাহাড় চূড়ায়, চাঁদকে ছোঁয়ার আশা
হৃদয়েই থাক ইচ্ছা গুলো হয়ে স্তব্ধ ভাষা।
বেদনার ঢেউ কঠোর করে শান্ত হয়ে ভেসে
ভূমিকাটা আগেই লিখবো সূচিপত্রটা শেষে।।
তাহার পরে আঁধার জীবন গোপন রবের শ্রুতি
আঁধার যেন হৃদয়ে আঁকে অন্য অনুভূতি-
নৌকা বেয়ে ভেসে চলা তীরের কিনারে
সকল প্রশ্নই সুপ্ত থাকুক হৃদয়ের অন্তরালে।
প্রদীপ জ্বেলে নিজের ছায়ায়, নিজেরই কত প্রশ্ন করা
নিজের সাথেই দ্বন্দ্বে বেঁধে, নিজের সাথেই লড়াই করা।।
প্রলেপিত কত না ভিড়ে অস্তিত্বটা নিজের করে
এগিয়ে যাওয়া লক্ষ পথে, স্থির করে লক্ষটাকে-
তাহার পরেই বিবাদ হোক নিজের সাথে খুব গোপনে
নিজের সময় স্তব্ধ করে, নিজের সাথেই লড়াই করে।
কান্না পেলে ভাসিয়ে দেওয়া অশ্রু জলের ধারা
তাহার পরেই শক্ত হয়ে আবার উঠে দাঁড়া।।
একই ভাবেই বইবে জীবন গল্প গুলো ভিন্ন
স্তব্ধ সময় বুকের মাঝে আঁকলো কত চিহ্ন
দূরত্বতে দূরত্ব সব মস্ত সকল ধাঁধা
বন্দি সময় অন্তরেতে হৃদয় যেন বাঁধা।
স্তব্ধ হয়েই এগিয়ে চলা দ্বন্দ্ব নিজের সাথেই
কঠিন হয়ে বাস্তবেতে ভ্রান্ততার মাঝে।।