পালক
আঁধার রাতে তুমি এসে দাঁড়ালে নদীর পাড়ে,
চেয়ে দেখি জ্যোৎস্না স্নানে নেমেছো তুমি –
ঘাটের মস্ত চাতাল জুড়ে।
শীতল হাওয়ায় ভাসিয়ে দিলে অতি যত্নে কুড়ানো পালকটি।
আমি ছুটে যাই হাত বাড়িয়ে ধরতেই
তুমি মিলিয়ে গেলে।।
Subscribe
Login
0 Comments
Oldest