ইচ্ছা আশা ছুটছে মরণের পথে
ঘরেতে অভাব অনটন,
কল্পনা আসবে কীভাবে মাথায়?
পেটেতে ক্ষিদের জ্বালা-
ধূ ধূ মরুভূমি বোধ হচ্ছে সারা জগৎটা।
ভাবনা চিন্তা পুড়ছে আগুনে,
দিশাহীন ভাবে তাকাই এদিক ওদিক,
সুখের স্মৃতি ভাবতে গেলেও-
কাঁটা বিঁধছে এ বুকে।
পারিনা যন্ত্রনা সহ্য করতে,
তাই কবিতাকে জানাই ছুটি।
ইচ্ছা আশা ছুটছে মরণের পথে,
ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই,
দু’চোখ জলে ভরে ওঠে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪মে,২০২৩,বেলা ১২টা, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest