ইচ্ছা আশা ছুটছে মরণের পথে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ঘরেতে অভাব অনটন,
কল্পনা আসবে কীভাবে মাথায়?
পেটেতে ক্ষিদের জ্বালা-
ধূ ধূ মরুভূমি বোধ হচ্ছে সারা জগৎটা।

ভাবনা চিন্তা পুড়ছে আগুনে,
দিশাহীন ভাবে তাকাই এদিক ওদিক,
সুখের স্মৃতি ভাবতে গেলেও-
কাঁটা বিঁধছে এ বুকে।

পারিনা যন্ত্রনা সহ্য করতে,
তাই কবিতাকে জানাই ছুটি।
ইচ্ছা আশা ছুটছে মরণের পথে,
ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিই,
দু’চোখ জলে ভরে ওঠে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৪মে,২০২৩,বেলা ১২টা, বারুইপুর

0

Publication author

1
আমার নাম অর্ঘ্যদীপ চক্রবর্তী।
ডাক নাম সঞ্জু। জন্মস্থান:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান বাসস্থান:- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর শহরে।
Comments: 4Publics: 200Registration: 18-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।