জীবন জল
অভূতপূর্ব মানব জনম
জীবন জলে টলমলায়
এটাই শেষ এটাই প্রথম
করো ভালো যা করা যায়…
আসছো একা যাবাও একা
মাঝে রঙের খেলা রঙীন
দেখতে চেয়ে হয় না দেখা
অন্ধ চোখে কাটতেছে দিন
দেখে শুনে পা ফেলো মন
পড়ছে কাঁটায় নাকি কাদায়…
পিছে অতীত, হাত’পা বাঁধা
যেভাবে যাহোক দিন জাগে
হিসেব নিকেশ শূন্য সাদা
মনের অলিন্দে ঘোর লাগে…
কাঙাল পরাণ প’ড়ছে ফাঁদে
ভুলের পরে ভুলের মাশুল
যাচ্ছো দিয়ে হিসেবহীন
পথের কড়ি করবা উশুল
মিলবেনা আর এমন দিন…
ভিতরে চাবি বাইরে তালা
কারবার সব সাংঘাতিক
দিবা রাত্রির যাত্রা পালা
কুশীলব ভাবে সব সঠিক…
দেহের আগে শীতল মগজ
নির্দেশ মানে মন পাখি
ভালো মন্দ বিচার সহজ
সেই ভরসায় বেঁচে থাকি…
অধম কাঙাল ধ’রে ধৈর্য
একটু সুখের খবর পায়
মানব জনম অভূতপূর্ব
জীবন জলে টলমলায়…
অনুসৃতব্য সুর ও ছন্দঃ ফকির লালন সাঁইজি’র “এই দেশেতে এই সুখ হলো” বাউল সংগীতখানির সমান্তরাল বিন্যাসে ‘জীবন জল’ গীত হবে…
____________________________
“দেব দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে মানবে…
এমন মানবজনম আর কি হবে
মন যা করো ত্বরায় করো এই ভবে…”
____________________________
ফকির লালন সাঁই
__________________________________
সাম্প্রতিকতম – কবি’র প্রেম / প্রেমের কবি
[ Image Credit: panajan_tumblr ]
_______________________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]