বৃষ্টিস্নাত সন্ধ্যাবেলা
সন্ধ্যালগ্নে বারান্দায় দাড়িয়ে অলিগলিতে মনোযোগ,
হঠাৎ হিমশীতল এক স্পর্শ, অন্দরমহলে দক্ষিণা পবন।
দমকা হাওয়া আর বৃষ্টি এসে পরে ভিজিয়ে দেয় জানালা।
সোডিয়াম লাইটের আলোয় বৃষ্টিভেজা রাজপথ,
আর সেই পথ ধরে পথিকের গন্তব্যে পৌঁছানোর তড়িঘড়ি।
মাঝে মধ্যে অশনির আগমনে মেঘের ঘনঘটা দৃষ্টিগোচর হয়।
প্রকৃতির এই সৌন্দর্য যেন রূপকথার বাস্তব রূপ।
আর সেই সৌন্দর্য পুলকিত করে আমার পাষণ্ড মন।
সন্ধ্যামালতী যেমন সন্ধ্যা নেমে আসার বার্তা দেয়,
তেমন করেই প্রকৃতির এই রূপ ভাবনার দোর খুলে দেয়।
নিউরণে বাস করা সেই চিরপরিচিত রুপকথার গল্প,
ভাবনার অন্দরমহলে নতুন গল্পের সূচনা করে ফিরে।
বারান্দায় দাড়িয়ে সেই রুপকথার মরীচিকায় বিহ্বল।
বৃষ্টিস্নাত এই সন্ধ্যায় বৃষ্টিভেজা রাজপথ ধরে হেঁটে দূর বহুদূর,
কোন এক চৌরাস্তার বাঁকে বসে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক,
আর নিগূঢ় চিন্তায় বিভোর হয়ে আলোচনায় সময় পার।
বৃষ্টিস্নাত এই সন্ধ্যায় সেই রুপকথার বাস্তব রূপ এর অভিপ্রায়।
অন্তর্মুখী যেমন তার ভাব প্রকাশে সংশয়ে ভোগে,
তেমন করেই সেই অপ্রকাশিত সব অনুভূতি।
চিরপরিচিত সংশয় যা কিনা বাস্তবকে বিলাসী করে তোলে,
প্রাপ্তির তীব্র আকাঙ্ক্ষা থেকেই যার বিলাসী নামকরণ।
প্রাপ্তির সৌন্দর্য অনিন্দ্য, যা থেকে বিতৃষ্ণার অবসান অপূর্ব নয়।
যথারীতি সেই ভাবনাতেই মনোনিবেশ যার অবসান নেই।
এবারে সেই ভাবনায় সাহসী রূপকথার বাস্তব রূপ কল্পনা,
ভাব প্রকাশের মাধ্যম ভাষা দিয়ে যার সূচনা।
অপ্রকাশিত সেই অনুভূতি না হয় অপ্রকাশিতই থাক।
তবে, আজ না হয় কাল কেটে যাবে এই অন্ধকার আর সংশয়।
সংশয়ের বিসর্জন দিয়ে হাত বাড়ালেই ধরা দেবে ভালোবাসা।
হঠাৎ দমকা হাওয়া আর বৃষ্টি এসে ভাবনার অবকাশ।
চারিদিকে নিস্থব্ধতা আর সোডিয়াম লাইটের স্নিগ্ধ আলো,
সন্ধ্যামালতীর সুবাস উতলা করে পাষণ্ড মন।
এ কেমন অপরূপ সুন্দর সন্ধ্যাবেলা।