ব্যর্থতা-৪৭
জীবনের সমস্ত অর্থ দিয়ে অনুভব করতে শিখলাম
বেঁচে থাকার পরমসত্যতা
আগুন প্রেয়সী নরত্বের দাসত্ব
ধূসর তিউনিসিয়া রঙের শহরে মোমের পুতুল
বাংলাদেশী শাড়ির নায়িকা হিসেবে ফ্রান্সের কন্যা।
রাত্রি নামে বুকের সমাধির চত্বরে
শুকনো ফুল পাতা ঝরার নিষিদ্ধ প্রেম গোলাপ
বনানীর প্রান্তরের সবুজ ঘাসের রেণু জুড়ে।
আমি প্রহরীর পোশাকের রক্তের দাগ শুকিয়ে
রাত্রি কাটিয়ে উঠতে দেখেছি নতজানু মানুষের ভিড়
পায়ের তলায় মৃত্যু খুঁটিয়ে – ছিঁড়েছে হৃদপিন্ড কিংবা জন্মের গিলোটিন।
এখানে একা মানুষ চেয়েছে কেউ মোনাশ্রীতমাপ্রেয়সীতমাকে জানতে…
আমি আবডালে ফসলের ঘুমের নরম বালিশে
হাতের স্পর্শে টুকরো টুকরো কাগজের পএ
চোখের জলে ভাসিয়ে
ব্যর্থতা লিখতে শিখলাম শীতের প্রহরে আখেরি প্রহর জুড়ে।