অদৃষ্ট
অদৃষ্ট
হাকিকুর রহমান
পরিধি তো পরিধিই-
তার ব্যাস, ব্যাসার্ধ তো ধ্রবক।
আর জীবনের প্রয়োজনে
সেই পরিধির চারপাশেই,
চলে আনাগোনা।
হায়রে অদৃষ্ট!
বিনা প্রয়োজনে কি একবারও ফিরিবিনা চেয়ে?
ঘনঘোর সাঁঝে, কিম্বা প্রলয়ঙ্কর কোন প্রাতে-
পাবোকিনা দেখা।
কি শূন্য উপলব্ধি!
আহা, কতোযে পৌনঃপুনিকতার বিন্যাস-
কোন এক খন্ডিত উপন্যাসের ছেঁড়া পাতা,
চৈত্রের খরতাপে, স্মৃতির পদচারনায়
মর্মর ধ্বনি উঠে সেথা,
তবে তা নিতান্তই অস্ফুট।
ভাবনার ঘনীভূত ধোঁয়াশায় ঢেঁকে যায়,
সেই অদৃষ্ট-
ক্রমান্বিত অবতারনায়ও তার দেখা মেলা ভার।
সেতো অবিনাশীভাবে অদৃশ্য!
Subscribe
Login
0 Comments
Oldest