আকাঙ্খা
আমিই লিখব এই বিশ্বের শ্রেষ্ঠ অমর-কাব্য।
আমিই গাইব এই বিশ্বের শ্রেষ্ঠ মধুর গান।
আমিই বলব এই বিশ্বের শ্রেষ্ঠ উপদেশ সমূহ।
আমিই দেখাব এই বিশ্বের প্রতিটি প্রাণীকে;
আমিই ওদের রাজা।
আমিই জানাব এই বিশ্বের প্রতিটি প্রাণীকে;
সকল পূজা, সকল আরাধনা যাঁর উদ্দেশ্যে, সে এই আমি।
আমিই বোঝাব এই বিশ্বের প্রতিটি প্রাণীকে;
যেদিকেই তোমরা তাকাবে সেদিকেই আমায় দেখতে পাবে,আমিই আছি সবকিছুর মধ্যে।
আমিই ঘোরাব এই বিশ্বকে, আমার হাতের মুঠোয় রেখে।
আমিই শোনাব এই বিশ্বকে, আমার শ্রেষ্ঠ বাণীগুলি।
আমিই বোঝাব এই বিশ্বকে, আমি ব্যতিত শ্রেষ্ঠ নর আর কই?
আমিই চেনাব এই বিশ্বকে, আমি বিনা এর রক্ষাকর্তা আর কেউ নেই।