আবার দেখা হবে______😊 ______সায়ন মজুমদার
কি হয়েছে আলাদা হয়েছি
একসময় তো একসঙ্গেই ছিলাম।
কি হয়েছে আলাদা হয়েছি
কিছু দিন তো একসঙ্গে কাটিয়েছি।
আবার না হয় দেখা হবে কোনো এক অজানা জায়গায় বা রাস্তার মোড়ে,
তখন না হয় কথা হবে আবার যে কথাগুলো ছিল বাকি সেগুলো বলব আমি তোমাকে।
আবার দেখা হবে তোমার সাথে,
আজকে চলে যাচ্ছো আমার থেকে দূরে ঠিকই
কিন্তু আবার দেখা হবে কোনো না কোনো দিন তোমার সাথে।
এই চলে যাওয়ার সময় তোমার মনে কষ্ট দেওয়ার এমন কোনো ভাবনা নেই আমার
হাসতে হাসতে লুকিয়ে ফেলব আমার চোখের জল, এটা তোমার খুশির থেকে কম নয়।
চলে যাও আমার থেকে দূরে
একটু দূরত্ব থাকা ও ভালো
তাতে কোনো কিছু কমে যাবে না।
আবার দেখা হবে কোনো না কোনো দিন,
আবার দেখা হবে।
এখন যাচ্ছি আলাদা হয়ে
একটু একটু করে বাড়ছে দূরত্ব।
আবার দেখা হবে কোনো না কোনো দিন তোমার সাথে।
Love you….❤️