আমরা এসেছি
আমরা এসেছি কঠিন বালুচরে
দিবারাত নিশিতে গেছে কেটে
কেউ প্রশ্ন করেছিল অন্তরে
প্রেমের নদীতে স্নান করে ।
কখনো হয়নি কথা তোমার সাথে
তবুও কেউ তোমাকে লক্ষ্য করে
সে কথা কি তুমি জানো !
হয়নি কোনোদিন দেখা
জানি কি হয় এইখানে
বয়ে যাই সমাজ বিরুদ্ধে
রক্ত লেখা নদী যায় নিতে
মনের বাহিরে আকাশ নীল
বাতাস এর কান আছে
তবুও ভালোবাসা চির রঙ্গিন ।
Subscribe
Login
0 Comments
Oldest