আমার লেখক বিমল কর-এর, স্মরনে।
অনেকদিন আগে, অন্য কোথাও দূরে,
আমি চলে যেতাম।
নির্জন কোন শীতের রাতে,
কুয়াশার মধ্যে, ডুব দিতাম।
আমার সামনে, ছোট্ট কটেজ,
গল্পের নায়িকা একা।
অসুস্থ নায়কের সাথে, একান্ত-আপন,
গড়ে তোলে, ভালো বাসা।
কিংবা, পাহাড় ঘেরা শহর,
তৃষ্ণার্ত ভ্রমর, দু হাতে,
অমলের চোখে, এঁকেছিল কাজল,
ভালোবাসা, দু’জনের মনে।
অনেকদিন আগে, বইয়ের পাতায়,
ছাপার কালির গন্ধে,
এদের কাছ থেকে পেয়েছি অশ্রু, আনন্দ,
আমার লেখকের কলমে।
আমাকে লেখক শিখিয়েছিল,
জীবন বাঁচে কেমন?
বোধ থেকে, ভালোবাসতে হয়।
ভাবনাগুলোকে, বাঁচাতে হয়।
শিখিয়েছিল, নিশ্চয়ই শিখিয়েছিল।
না হলে,কেমন করে,
ভালোবাসার, খোঁজ ধরা দেয়,
আমার, দু-চোখের তারাতে।