আমি তোমার কবি হতে চাই
তোমাকে দেখলে একসাথে কত কবিতা যে মাথায় আসে,
যদি সবগুলো ঐ একসাথেই লিখে ফেলতে পারতাম
আমি কি তবে প্রেমের কবি হয়ে যেতাম?
কিন্তু না, আমি তা হতে চাই না,
আমার সে আশাও নেই,
আমি তোমার কবি হতে চাই, শুধু তোমার, অন্য কারও নয়।
শুনে রাখুক বিশ্ববাসী
আমার মৃত্যুর পরে আমি শুধু তোমার ডাকেই সারা দেবো,
অন্য কারও ডাকে নয়!
শুধু তোমার, শুধুমাত্র তোমারই কবি হতে চাই।
তোমার গোলাপী লাল ঠোঁটের কবি হতে চাই।
তোমার টানা টানা কাজল চোখের কবি হতে চাই।
তোমার হাতের মেহেন্দির কবি হতে চাই।
তোমার বুকের কালো তিলের কবি হতে চাই।
তোমার নূপুর আলতা পায়ের কবি হতে চাই।
তোমার চিৎকারের, কান্নার, এলোকেশী রূপের,
তোমার নিঃশ্বাস প্রশ্বাসের, দেহের ঘামের,
তোমার কন্ঠের সুরের, নূপুরের বোলের, চুড়ির ঝিনিকঝিনি শব্দের, পায়ের ধুলো বালির,
তোমার জ্বরের, রোগ ব্যধির,
তোমার সুখের, দুখের,
তোমার অসময়ের, অবসরের,
তোমার সবকিছু ভুলে যাওয়ার, সবকিছু ওলটপালট হয়ে যাওয়ার,
তোমার হারিয়ে যাওয়ার, দিকভ্রান্ত হওয়ার, ভুলবোঝাবুঝির কবি হতে চাই।
আমি তোমার কবি হতে চাই,
তোমার, শুধু তোমার কবি হতে চাই।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৯/০৯/২০২৩
বারুইপুর