কান পেতে রই
কান পেতে রই
হাকিকুর রহমান
আমি কান পেতে রই,
দখিন হাওয়া যায় যে বয়ে বাঁশের বনে
অবাক হওয়া আঁখি জাগে কাহার সনে
মনের কথা কাহারে বা কই
আমি কান পেতে রই।।
আমি কান পেতে রই,
দূরের মাঠে কে বাজালো বিষাদ বাঁশি
শিশির ভেজে ঘাসের ‘পরে কে ছড়ালো মুক্তো রাশি
ভাঙ্গা নাওয়ের পালটি তুলে, সেই যে আবার বই
আমি কান পেতে রই।।
আমি কান পেতে রই,
দূরের তারা উঠলো জেগে নিশীথ রাতে
অভাগিনী কেঁদেই মরে, যায় কি তাতে
ব্যথার ভারে ন্যুব্জ হয়েও, একাই সবই সই
আমি কান পেতে রই।।
Subscribe
Login
0 Comments
Oldest