কিছু
কিছু
হাকিকুর রহমান
কিছুক্ষণ, কিছু কাল, কিছু দিন, কিছু মাস, কিছু বছর,
কিছু যুগ, কিছু শতাব্দী, কিছু সহস্রাব্দ-
সকলই ঐ “কিছু”র মধ্যেই সীমাবদ্ধ।
আর তা অনন্ত মহাকালের ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ,
যাহা কিছু বর্ণিত আছে, তাহারই সে কিয়দংশ।
ধারনার অগোচরে, নেই কোন “কিছু”,
যদিওবা ছেড়ে যাই, ছাড়েনাতো পিছু।
এই “কিছু”র মাঝেই ঘুরছে জীবন,
এই “কিছু”র মাঝেই সীমিত তার বিচরণ।
যদিও এই “কিছু”, শুধুমাত্র কিছুকেই নির্দেশ করে,
তবুও এই “কিছু”তেই ব্যাপ্তি,
“কিছু”তেই প্রাপ্তি,
“কিছু”তেই পরিসমাপ্তি।
Subscribe
Login
0 Comments
Oldest