কোন গানে তুই ভুলবি মা রে আসবি আমার কাছে
কোন গানে তুই ভুলবি মা রে
আসবি আমার কাছে?
আমি তো কোনো মন্ত্র জানি না
তোকে ডাকি শুধু এ গানের মাঝে।
তোর ও ভুবনভুলানো হাসি দেখে
আমার দু নয়ন হতে বারি ঝরে পড়ে।
তোর ও জগৎমাতানো রূপ দেখে
বড়ো আকুল হয়ে ওঠে মন আমার-
ভাবে, কবে তুই এসে বলবি
‘আর কাঁদিস না রে খোকা আয় কাছে আয়’।
আমার এ গানেই তোকে শোনাই মনের কথা
মা রে তুই না বুঝলে আর কে বুঝবে ছেলের ব্যথা?
Subscribe
Login
0 Comments
Oldest