গোধূলির সাজ
গোধূলির সাজ
হাকিকুর রহমান
জলের কাছে, স্থলের কাছে
আমার অনেক কথা আছে,
নিষেধ মেনে চলার পরেও
উক্তিগুলো রইলো পাছে।
ঝড়ের বেগে আসলো সবই
উড়ে গেলো কর্পুরে,
মনের মাঝে রইলো গাঁথা
হৃদয় হ’লো ভরপুরে।
ঘুমের ঘোরে কেঁদে উঠে
দেখি আঙনটাকে,
শূন্যতাই ভর করেছে
সায় মেলেনি ডাকে।
বুকের মাঝে বিপুল বাঁধা
কইবো কারে আজি,
ওই গোধূলি নামলো দূরে
অরুণ রঙে সাজি।
Subscribe
Login
0 Comments
Oldest